![]() |
ছবি - Al Jazeera |
হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত ৪৫ তম চেস অলিম্পিয়াডের আসরে ওপেন চেসে দেশকে সোনার পদক এনে দিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় পুরুষ এবং মহিলা দল। দু'বছর আগে দেশের মাটিতে এবং তারও আগে ২০১৪ সালে চেস অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। এই প্রথমবার এই প্রতিযোগিতায় সোনা জিতল ভারত।
পুরুষদের প্রতিযোগিতায় প্রথম আট রাউন্ডে জেতে ভারত। কিন্তু নবম রাউন্ডে উজবেকিস্তানের সঙ্গে ড্র হয়। দশম রাউন্ডে আবার আমেরিকাকে হারায় ভারত। শেষ রাউন্ডে স্লোভেনিয়াকে হারিয়ে সোনা জেতেন প্রজ্ঞানন্দরা। ভারতের পুরুষ দলে ছিলেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, পেন্তালা হরিকৃষ্ণ।
অন্যদিকে পুরুষদের পাশাপাশি সোনা জেতে মহিলা ভারতীয় দলও। দশম রাউন্ডে চীনকে হারিয়েই খেতাবি লড়াইয়ে পৌঁছে গেছিল বৈশালীরা। শেষ রাউন্ডে ভারতের সামনে ছিল আজারবাইজান। সেখানে বড় ব্যবধানে জেতেন ভারতের মহিলারা। ভারতের মহিলাদের দলে ছিলেন রমেশবাবু বৈশালী, হরিকা দ্রোনাওয়ালি, দিব্যা দেশমুখ, তানিয়া সচদেব।
Post a Comment
0Comments