যৌন আসক্ত রোমান সম্রাজ্ঞী "মেসালিনা" শাসন ও যৌনতার জন্যে নিজের স্বামী রোমান সম্রাট "ক্লদিয়াস" কে হত্যা করে ছিলেন।

Blogger S.
By -
0

 

 ছবি- উইকিপিডিয়া 

পুরুষ বলুন বা নারী ক্ষমতা হাতে আসলে সে যৌণ ব্যাভিচারী ( সমাজের সংজ্ঞা তে ) হয়ে ওঠে। ইতিহাস পুরুষ শাসকদের এই রকমের শত শত ঘটনা আছে। কিন্তু এই রকমের নারী শাসকের কিছু উদাহরণ আছে। এই রকম এক নারী শাসক ছিলেন রোমান সম্রাজ্ঞী "মেসালিনা" । এই রোমান সম্রাজ্ঞী ৪১-৪৮ খ্রিস্টপূর্বাব্দের রোমের ওপর শাসন করে ছিলেন । নৃশংস রোমান সম্রাট ও স্বামী ক্লদিয়াসকে খুন করে রাজ সিংহাসনে বসেছিলেন রানি মেসালিনা। ইনি ছিলেন রোমান সম্রাট ক্লদিয়াসের তৃতীয় স্ত্রী।


এক দশকের মতো মধ্যযুগের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মহিলা ছিলেন মেসালিনা। যাবতীয় নৃশংসতাকে ছাপিয়ে গিয়েছিলেন। রোমান সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শাসক। কত মানুষকে যে খুন করেছেন, তার কোনও হিসেব নেই।


মেসালিনা সম্পর্কে বিভিন্ন রকমের ঘটনার আর বর্ণনা উল্লেখ রোমান ঐতিহাসিকরা করে গেছেন।


ঐতিহাসিক ট্যাসিটাস এবং সুয়েটোনিয়াস লিখেছেন যে সম্রাজ্ঞী মেসালিনা 'একজন নির্মম এবং যৌন অতৃপ্ত পরিকল্পনাকারী' ছিলেন।

ছবি - উইকিপিডিয়া 



ইতিহাস থেকে জানা যায় যে , মেসালিনা ছিলেন নিম্ফোম্যানিয়াক। অর্থাত্‍ যৌনতা তাঁর কাছে ছিল নেশার মতো। অস্বাভাবিক যৌনাকাঙ্ক্ষায় তাড়িত মহিলা। প্রতিদিন তাঁর সঙ্গী পরিবর্তন হত। বলা হয়, সে যুগের সুপারস্টার ও রোমের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ জিয়াস সিলিয়াসের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন মেসালিনা।


তিনি একবার এক পতিতালয়ে রাতের বেলা পরিদর্শনে যান। সেখানে তিনি পতিতা দের সঙ্গে প্রতিযোগিতা করেন যে কে কত জন পুরুষের সঙ্গে সেক্স করতে পারবে। ওই সময় তিনি মোট ২৫ জন পুরুষের সঙ্গে সেক্স করেন ।


রোমান সম্রাজ্ঞী মেসালিনা একাধারে যতটাই নৃশংস ছিলেন, ততটাই ভাল শিল্পীও ছিলেন। মেসালিনার আঁকা আজও রোমান ইতিহাসের গর্ব। কিন্তু মেসালিনার নির্মম চরিত্রের কাছে ঢাকা পড়ে গিয়েছে তাঁর আশ্চর্য শিল্পদক্ষতা রোমান ইতিহাসে মেসালিনার । জানা যায়, একদিনে সবচেয়ে বেশি পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার রেকর্ড রয়েছে এই সম্রাজ্ঞীর। তিনি একদিনে ২৫ জন পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছিলেন ,  যৌনতার তাড়নায় যৌনপল্লিতেও স্বেচ্ছায় কাজ করতেন মেসালিনা।


অবশ্য অন্যান্য স্বেচ্ছাচারী রোমান শাসকদের মতো তারও শেষ পরিণতি ভালো হয় নি। তিনি তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন এবং সেই ষড়যন্ত্র প্রমাণিত হওয়ায় মেসালিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

Post a Comment

0Comments

Post a Comment (0)