মুসলিমদের কাজ দিই না, ব্যবসাও করতে দিই না', টিকিট চেকার আশিস পাণ্ডের অডিয়োয় শোরগোল রেলে!

Blogger S.
By -
0



ওই অডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করার পর দ্রুত ছড়িয়ে পড়ে। ১০০০-এরও বেশি শেয়ার হয় সেই পোস্ট। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, 'স্যার, আমি না উত্তরপ্রদেশের লোক। আমার নাম আশিস পান্ডে।' এরপরই তিনি বিরূপ মন্তব্য করে বলেন, 'স্যার, আমি যখন থেকে বড় হয়েছি, তখন থেকে আমি মুসলিম এবং মহারাষ্ট্রের লোকেদের ব্যবসা দিই না। কোনও অটোচালক যদি মুসলিম বা মহারাষ্ট্রের মানুষ হন, তাহলে তাঁর অটোয় বসি না আমি। আমি উত্তরপ্রদেশের অটোচালকের অটোয় বসি।' ওই ব্যক্তিকে আরও বলতে শোনা গিয়েছে, 'যখন আপনার নম্বরটা আমায় পাঠানো হয়েছিল, তখন আপনাকে মেসেজ করেছিলাম। পরে ডিলিট করে দিয়েছিলাম। আপনার মনে থাকবে। আমি দেখেছিলাম নামটা মহারাষ্ট্রের লোকের। ব্যবসাই করব না। মুনাফা দেবই না।'  


সেখানেই শেষ হয়নি ওই অডিয়ো। অডিয়োয় ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, '১,৭৭০ টাকা নিয়ে সকাল ন'টায় আমি কাজে যাচ্ছি। ১০ টার মধ্যে ৫,০০০ টাকা কামিয়ে ফেলব। তো টাকা-পয়সার মায়া নেই আমার। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি যে মুম্বইয়ে থেকে আমি মুসলিম এবং মহারাষ্ট্রের মানুষকে এক টাকারও ব্যবসার সুযোগ দেব না। ঠিক আছে? থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার। এটা মনে রাখবেন।'


Post a Comment

0Comments

Post a Comment (0)