গ্রান্ড ফিনালে মিস ইন্ডিয়া ২০২৪ র মুকুট এবার কার মাথায় উঠলো, জানতে পড়ুন-

Blogger S.
By -
0
গ্রান্ড ফিনালে মিস ইন্ডিয়া ২০২৪ এবারে অনুষ্ঠিত হয়ে ছিলো রাজস্থানের জয়পুরে, এবং এবারের বিজয়ী হলেন Rhea Singha, এরপর তিনি মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতা টি'তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবার সুযোগ পাবেন, 
সম্পূর্ণ ইভেন্ট টি ছিলো টান টান উত্তেজনায় ভরপুর একটি ইভেন্ট, এবং শেষ হাসি টি হেসে রিয়ার মাথায় বসলো সেই বহুল প্রতিক্ষিত বিজয়ীর মুকুট।
এতো বড় জয়ের পর রিয়া স্বভাবতই তার আবেগ কে ধরে রাখতে পারেনি, তার চোখের কোনে চিক চিক করছিলো আনন্দাশ্রু, খেতাব জেতার পর তিনি বলেন ❝আজকের আমি ২০২৪ গ্রান্ড ফিনালে মিস ইন্ডিয়ার খেতাব জিতলাম, এতে আমি সত্যিই খুব  কৃতিত্ব এবং আপ্লুত, এই জায়গায় পৌঁছোনোর জন্য অনেক কষ্ট ও পরিশ্রম করেছি, তাই আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি, বিচারকেরা যোগ্যতা বিচার করে আমার মাথায় এই মুকুট টি তুলে দিয়েছেন, এবং আমি আগের বিজয়ী দের দ্বারা ভীষণ ভাবে অনুপ্রানিত ছিলাম।❞

এই অনুষ্ঠানের বিচারক দের আসনে ছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫ মিস উর্বশী রাউতেলা, তিনি আশা প্রকাশ করেছেন যে ভারত এই বছর আবার একবার মিস ইউনিভার্স এর মুকুট মাথায় পরবে, তিনি আরও বলেন যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি মেয়ে'ই খুব সুন্দর ও পরিশ্রমী ছিল।

Post a Comment

0Comments

Post a Comment (0)